Notice

**মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের জন্য উদ্যোক্তা খুঁজছি** (অনুদান হিসেবে ৫ লক্ষ টাকা দেওয়া হবে এবং ১০ লক্ষ টাকা নিজস্ব খরচ করতে হবে) 
স্থান-ফরিদপুর সদর,ভাঙ্গা,বোয়ালমারী,
চর ভদ্রাসন, সদরপুর
উপজেলা। 
# মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিদের মুরগি বিক্রয় নিশ্চিতকরণ ও নিরাপদ উৎপাদন এবং ভোক্তাদের মাঝে নিরাপদ হিমায়িত মাংস সরবরাহ বৃদ্ধি পাবে।
# ভোক্তা বা বায়ার তাদের চাহিদা অনুযায়ী রান, বুকের মাংস, রানের মাংস, উইংস, কলিজা ইত্যাদি ক্রয় করতে পারবে।
 
**উদ্যোক্তা নির্বাচনের প্রক্রিয়া*
১। আধুনিক ডিজাইন মোতাবেক প্রসেসিং প্লান্ট স্থাপন করার আর্থিক সক্ষমতা থাকতে হবে  
২। হালাল, বিএসটিআই, হ্যাসাপ সনদায়ন নিয়ে কন্টাক ফার্মিং উৎপাদিত নিরাপদ মুরগির মাংস স্থানীয়  চাহিদা মিটিয়ে দেশব্যাপী বিভিন্ন বায়ারের মাঝে বিক্রয় করতে হবে এবং অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে হবে।
 
৩। প্ল্যান্টের মোট খরচের ২৫% প্রকল্প থেকে বরাদ্দ থাকবে বাকি খরচের ৭৫% উদ্যোক্তা নিজ থেকে খরচ করার আর্থিক সক্ষমতা থাকতে হবে।
৪। প্রকল্পর মেয়াদ শেষ হবার আগে কোনক্রমেই ব্যবসা বন্ধ করা যাবে না, করলে প্রকল্প থেকে বরাদ্দকৃত অর্থ ফেরত দিতে হবে।  
আগ্রহী উদ্যোক্তাগণ আগামী ৩০ সেপ্টেম্বর ২৩ এর মধ্যে নিম্নোক্ত  ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
 
প্রয়োজনে যোগাযোগ: প্রকল্প ব্যবস্থাপক, শাহজাদা হাসিবুর রহমান, নিরাপদ পোল্ট্রি প্রকল্প, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি ( এসডিসি), ফরিদপুর।
 মোবাইল- ০১৭৩৭৫০৬৮২৩এবং সংশ্লিষ্ট কর্মকর্তা 
০১৭৭৯৭১১৯৮৪
সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি), এসডিসি টাওয়ার, আলাউদ্দিন খান সড়ক দক্ষিণ আলীপুর, ফরিদপুর এর জন্য বিভিন্ন পদে বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করছে। আবেদনের শেষ তারিখ ৩০/০৮/২৩ইং খ্রীঃ বিকাল ৫.০০টা। যারা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ি দক্ষ মনে করেন তারা আবেদন করতে পারেন।
সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি), এসডিসি টাওয়ার, আলাউদ্দিন খান সড়ক দক্ষিণ আলীপুর, ফরিদপুর এর জন্য বিভিন্ন পদে বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করছে। আবেদনের শেষ তারিখ ১০/০৮/২৩ইং যারা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ি দক্ষ মনে করেন তারা আবেদন করতে পারেন।

৩০ হাজার পিস দুই সাইট,১২০ মি. ৪ কলার লিফলেট ছাপানোর জন্য দরপত্রের আহবান করা হচ্ছে। আগামী ০৬/১০/২০২২ ইং তারিখের মধ্যে দরপত্র সোসাইটি ডেভলপমেন্ট কমিটি (এসডিসি) এর প্রধান  কার্যালয়, গোয়ালচামট  ১ নং সড়ক ফরিদপুর। জমা দানের জন্য আহব্বান করা হল।

নিয়মিত হাত ধুই, সুস্থ সবল জীবন গড়ি। বিশ্ব হাত ধোয়া দিবসে আপনাদের জনাই এসডিসির পক্ষ থেকে শুভেচ্ছা।

আপনার আমানত হোক, আয়ের উৎস।

আপনিও এই সুযোগ গ্রহণ করতে পারেন।

আপনাদের নিকট হতে স্বতপূর্ত দরপত্র আহবান করতেছি।

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি), জামান মঞ্জিল, ০১নং সড়ক, গোয়ালচামট, ফরিদপুর এর জন্য বিভিন্ন পদে বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করছে। আবেদনের শেষ তারিখ ০৮/০৪/২৩ইং খ্রীঃ বিকাল ৫.০০টা। যারা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ি দক্ষ মনে করেন তারা আবেদন করতে পারেন।