Notice

৩০ হাজার পিস দুই সাইট,১২০ মি. ৪ কলার লিফলেট ছাপানোর জন্য দরপত্রের আহবান করা হচ্ছে। আগামী ০৬/১০/২০২২ ইং তারিখের মধ্যে দরপত্র সোসাইটি ডেভলপমেন্ট কমিটি (এসডিসি) এর প্রধান  কার্যালয়, গোয়ালচামট  ১ নং সড়ক ফরিদপুর। জমা দানের জন্য আহব্বান করা হল।

নিয়মিত হাত ধুই, সুস্থ সবল জীবন গড়ি। বিশ্ব হাত ধোয়া দিবসে আপনাদের জনাই এসডিসির পক্ষ থেকে শুভেচ্ছা।

আপনার আমানত হোক, আয়ের উৎস।

আপনিও এই সুযোগ গ্রহণ করতে পারেন।

আপনাদের নিকট হতে স্বতপূর্ত দরপত্র আহবান করতেছি।

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি), জামান মঞ্জিল, ০১নং সড়ক, গোয়ালচামট, ফরিদপুর এর জন্য বিভিন্ন পদে বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করছে। আবেদনের শেষ তারিখ ০৮/০৪/২৩ইং খ্রীঃ বিকাল ৫.০০টা। যারা নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ি দক্ষ মনে করেন তারা আবেদন করতে পারেন।